বললেন মৎস্য উপদেষ্টা
কওমি কণ্ঠ ডেস্ক :
আমরা ভারতকে ভয় পাই না, ওরা আমাদের জুজুর ভয় দেখিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
শনিবার (৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণ-আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থান, প্রত্যাশা ও প্রাপ্তি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার ক্ষমতায় নয়, দায়িত্ব নিয়ে এসেছে। রাজনৈতিক দলগুলোকে বলে রাখা ভালো। যারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে তারাও ক্ষমতা নয় যেন দায়িত্ব পালনের মানসিকতা নিয়ে আসে। আমরা কাউকে ক্ষমতায় দেখতে চাই না, বরং দায়িত্ববান সরকার হিসেবে দেখতে চাই।’
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের সাথে আমার-আপনার সন্তানের রক্ত জড়িয়ে আছে। ভারত আমাদেরকে ভয় দেখাচ্ছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কথা বলে আমাদের ভীতি সৃষ্টি করেছে। আপনারা ভয় পাবেন না। ভারত কি জুলাই-আগস্টের আন্দোলন ঠেকাতে পেরেছে? হাসিনাকে পালিয়ে যাওয়ার পর ভারত বড় জোর আশ্রয় দিয়েছে। কিন্তু বাংলাদেশে রাখতে পারেনি। তাহলে ভারতকে আমরা ভয় পাব কীসের জন্য? আমরা ভারতে ভয় পাই না।’
তিনি আরও বলেন, ‘আমরা যে পরিবর্তন আনতে চেয়েছি, তা আমাদের সন্তানেরা গণঅভ্যুত্থান করে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। যা কোনো রাজনৈতিক দল করতে পারেনি।’