কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা)-এর বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এসএমপি কার্যালয়ের কফারেন্স রুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জান্নাতুল ফেরদৌস, সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মো. মুশফেকুর রহমান, এসএমপি’র অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন- অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মু. মাসুদ রানা,উপ-কমিশনার (সিটিএসবি) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. তারেক আহমেদ, উপ-কমিশনার (সদর ও প্রশাসন- অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) শেখ শরীফুল ইসলাম, সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম, উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-কমিশনার (ইএন্ডডি) মো. রিয়াজুল কবির, উপ-কমিশনার (পিওএম) সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-কমিশনার (ইএন্ডডি- অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি- অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি, ডিসি-উত্তর) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া- পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-কমিশনার (সিটিএসবি- পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আফজাল হোসেন।
এছাড়াও এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার, পুনাক-এর সদস্য, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ, আরওআই, আরআই পুলিশ লাইন্স এবং অন্যান্য পদমর্যাদার কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে বিদায়ী পুলিশ কমিশনার ও তাঁর সহধর্মিনীকে সম্মাাননা ক্রেস্ট প্রদান করা হয়।