কওমি কণ্ঠ রিপোর্টার, হবিগঞ্জ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারকে (৬৮) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদারের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাত তিনি আমেরিকায় বসবাসরত তার পরিবারের কাছে চলে যেতে চেয়েছিলেন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে থানাপুলিশ ঢাকার বিমানবন্দর পুলিশকে অবগত করে এবং বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তারা এয়ারপোর্ট থেকে আলী আমজাদকে গ্রেফতার করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।