কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর এরিয়া থেকে ২ মোবাইল ফোন চোরকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি চোরাই ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার করইতলা গ্রামের মৃত আছাব আলীর ছেলে আব্দুল হামিদ (৩৬) ও সিলেটে বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের দুদু মিয়ার ছেলে ইব্রাহিম আলী মাসুম (২৬)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শুক্রবার রাত ১১টার দিকে ওসমানী হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারের সামনে থেকে আব্দুল হামিদ ও ইব্রাহিম আলী মাসুমকে আটক করে কোতোয়ালি থানাপুলিশের একটি টিম।
এসময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।