ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ৩

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলা এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খোজারখলা এলাকার সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের মো. শামীম আহমদের ছেলে মো. রাজু মিয়া (২৫), সিলেটের বিশ্বনাথ উপজেলার মোল্লারগাঁওয়ের মো. আলতাফ মিয়ার ছেলে মো. কামরুল (২৫) ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার লতারপুর গ্রামের মো. মফিজ মিয়ার ছেলে  জিসান রাব্বি (২৩)। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম  কওমি কণ্ঠকে জানান- শনিবার দিবাগত গভীর রাতে এই ৩ ছিনতাইকারী খোজারখলা এলাকায় সড়কে ওৎ পেতেছিলো। রাত সাড়ে ৩টার দিকে নারীসহ দুজন পথচারীকে তারা চাকু দেখিয়ে সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় পথচারীদের চিৎকার শুনে পাশেই টহলরত পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩ ছিনতাইকারীকে আটক করে। 

পরে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।