শনিবার সকাল-বিকাল বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কওমি কণ্ঠ রিপোর্টার :

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (৩ জানুয়ারি) সিলেট মহানগরের বেশ কিছু এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৪ এর নির্বাহী প্রকৌশলী। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়- শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট মহানগরের পাঠানটুলা, সুরমা গেইট, বিজিবি ক্যাম্প, আনছার ক্যাম্প, তারাপুর, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট, বিশ্ববিদ্যালয় গেইট, কুমারগাঁও, বিজিবি ক্যাম্প, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল, নোয়াপাড়া, আখালিয়া, কালিবাড়ী, মদিনা মার্কেট, পনিটুলা, পাঠানটুলা, লন্ডনী রোড, তপোবন আ/এ, বর্ণমালা স্কুল, মদিনা টাওয়ার, বাগবাড়ী, সুরমা আ/এ, লেকসিটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।