সিলেটে আবাসিক হোটেলে পুলিশের অভিযান অব্যাহত

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

রবিবার দিবাগত (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের অভিযানে মহানগরের কাজলশাহ এলাকার বাধন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকা অবস্থায় ২ পুরুষ ও ১ নারীকে আটক করা হয়।

আটকরা হলেন-  মাসুক মিয়া (৩৮), মুরাদ আহমেদ (৩৪) ও জেসমিন আক্তার (২৬)।

পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এসব তথ্য সোমবার সন্ধ্যায় কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।