কওম কণ্ঠ রিপোর্টার :
নতুন বিচারিক দিগন্তে প্রবেশ করতে যাচ্ছে সিলেট। যে ব্যবস্থায় মামলাপূর্ব মধ্যস্থতার সুযোগ থাকবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে এ কার্যক্রম সিলেটে শুরু হবে। এছাড়া সিলেটি বিভাগের দুটি (মৌলভীবাজার ও সুনামগঞ্জ) এবং ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটি জেলায় বৃহস্পতিবার একযোগে শুরু হবে এই কার্যক্রম।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সিলেটে এর উদ্বোধন করবেন আইন-বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক (সিনিয়র জেলা জজ) শেখ আশফাকুর রহমান।
সিলেটে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মামলাপূর্ব মধ্যস্থতার বিধান কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সিলেট জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) বিশ্বেশ্বর সিংহ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ প্রণয়নের মাধ্যমে সরকার দেওয়ারি ও আপোসযোগ্য ফৌজদারি বিরোধ যেমন- পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণের দাবি, বাড়িভাড়া সংক্রান্ত বিরোধ, অগ্রক্রয়ের দাবী, বিজ্ঞ সহকারী জজ আদালতের এখতিয়ারভূক্ত বণ্টন সংক্রান্ত বিরোধ, যৌতুক সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে মামলাপূর্ব মধ্যস্থতার (প্রি-কেইস মেডিয়েশন) বাধ্যতামূলক বিধান সংযোজন করেছে।
মধ্যস্থতা প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পরই পক্ষগণ আদালতে মামলা দায়ের করতে সক্ষম হবেন। মামলা দায়েরের ক্ষেত্রে মামলাপূর্ব মধ্যস্থতা প্রক্রিয়া ব্যয়িত সময় তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে বাতিলের বিধান রাখা হয়েছে। উক্ত অধ্যাদেশের মাধ্যমে বিরোধীয় পক্ষগণ কর্তৃক স্বাক্ষরকৃত এবং চিফ লিগ্যাল এইড অফিসার কর্তৃক প্রত্যায়িত প্রতিটি মধ্যস্থতা চুক্তি চূড়ান্ত, বলবৎযোগ্য এবং পক্ষগণের উপর বাধ্যবাধকর ও আদালতের ডিক্রি অথবা ক্ষেত্রমত চূড়ান্ত আদেশে হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে।
জানা গেছে, সিলেটে মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার জন্য স্পেশাল মেডিয়েটর হিসেবে অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজকে সিলেট জেলা লিগ্যাল এইড অফিসে পদায়ন করা হয়েছে। সিলেট জেলা লিগ্যাল এইড অফিসে বসে তিনি মধ্যস্থতা কার্যক্রম পরিচালনা করবেন।