কওমি কণ্ঠ রিপোর্টার :
যান্ত্রিক ত্রুটির কারণে ১৭৮ জন যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই-সিলেট-ঢাকা ফ্লাইট।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের এই ফ্লাইট মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে আটকা পড়েছে। ত্রুটি সারিয়ে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে আকাশে উড্ডয়নের কথা রয়েছে। খবর ‘জাগো নিউজ’র।
বুধবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান- মঙ্গলবার রাতে উড্ডয়নের আগে নিয়মিত পরিদর্শনের সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তখন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হয়েছে। আটকেপড়া যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হয়েছে। তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, বোয়িং ৭৮৭-৮ মডেলের ফ্লাইট বিজি-২৪৮ মঙ্গলবার দিনগত রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি।
ঢাকা থেকে বুধবার রাতে বিমানের একটি ফ্লাইটে প্রয়োজনীয় যন্ত্রাংশ দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। ত্রুটি সমাধান শেষে বুধবার রাতেই উড়োজাহাজটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে দুবাই থেকে উড্ডয়ন করবে বলে আশা করছে বিমানের প্রকৌশল বিভাগ।