কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের গোয়াইনঘাটে সাহেল শাহরিয়ার (২১) হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি।
বুধবার (১৯ মার্চ) দুপুরে কওমি কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।
হত্যার শিকার সাহেল শাহরিয়ার উপজেলার পশ্চিম আলিরগঁও ইউনিয়নের পূর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পার্শ্ববর্তী রাধনগর গ্রামের সুলতান মিয়ার ছেলে তানজিল আহমদকে মঙ্গলবার রাতে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। উপজেলার রাধানগর বাজারের পাশে দুষ্কৃতকারীরা তার মোটরসাইকেল আটকে নগদ অর্থ ও মোটরসাইকেলটি নিয়ে যায় এবং তার মাথায় ও শরীরের তিনটি স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে তাকে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে সকালে সাহেলকে স্থানীয়রা দেখেতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ময়না তদন্ত শেষে মঙ্গলবার রাতে গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন- সাহেলের পিতা মুজিবুর রহমান দীর্ঘ দিন ধরে অসুস্থ। পরিবারের বড় ছেলে হিসেবে সাহেলই পুরো পরিবার চালাতেন। সাহেলকে হারিয়ে পরিবারের সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
ওসি আব্দুল আউয়াল কওমি কণ্ঠকে বলেন- এখনো মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে। এ ঘটনায় সম্পৃক্ত থাকার প্রাথমিক প্রমাণ পেয়ে আমরা একজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।