বাংলাদেশ-আফগান সম্পর্ক শক্তিশালী করতে উদ্যোগ

  • ১ম বৈঠক অনুষ্ঠিত

কওমি কণ্ঠ রিপোর্টার :

রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হকসহ বাংলাদেশের আলেমদের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) তারা দেশটির রাজধানী কাবুলে পৌঁছান। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় আফগানের বিভিন্ন দপ্তরের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি আলেম প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। 

এতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। যুদ্ধবিদ্ধস্ত আফগানের বিভিন্ন ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন বাংলাদেশি আলেম প্রতিনিধি দল। অপরদিকে, বিভিন্নভাবে আফগানিস্তান বাংলাদেশের সহযোগিতা করবে বলে সে দেশের মন্ত্রীরা জানান। 

আলোচনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- আফগানে বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রস্তাবের আদান-প্রদান হয়। এছাড়া স্বাস্থ্যসেবায় বাংলাদেশি চিকিৎসকদের সেবা করার অবারিত সুযোগ রয়েছে। 

আলোচনায় দুই দেশের আলেমদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য, স্বাস্থ্য ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। 

বৈঠক শেষে এক ফেসবুক লাইভে আল্লামা মামুনুল হক এসব তথ্য জানান।  

জানা গেছে, আফগানিস্তান সফরকালে প্রতিনিধি দল বৃহস্পতিবারের বৈঠক ছাড়াও ইমারাতে ইসলামিয়া (তালেবান) সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ উলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন।

প্রতিনিধিদলটি আফগানিস্তানে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবে।