অজ্ঞান পার্টিতে যোগ দিচ্ছেন সিলেটের যুবকরা!

কওমি কণ্ঠ রিপোর্টার :

একসময় সিলেটবাসীর মন্তব্য ছিলো- সিলেটে যুবক বা তরুণসমাজ দূরে রয়েছেন অপরাধজগৎ থেকে। কিন্তু দিন দিন তা যেন ভুল প্রমাণিত হচ্ছে। সিলেটের যুবক ও তরুণরাও জড়াচ্ছেন অপরাধে। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এর ভয়ংকর রূপ। 

গত ১৬ সেপ্টেম্বর রাতে সিলেটে পুলিশের জালে ধরা পড়া অজ্ঞান পার্টির ৫ সদস্যের সবাই সিলেটের। সিলেটে গড়ে উঠা এই ভয়ংকর এই চক্রের প্রায় সবাই সিলেটের বলে জানা গেছে।

চক্রের বাকি সদস্যদের ধরতে জাল গুটিয়ে প্রথম আলো আনছে পুলিশ। কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে ইতোমধ্যে, যে কোনো সময় আটক করা হতে পারে তাদের। এই তথ্য কওমি কণ্ঠকে নিশ্চিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) একটি সূত্র।

এদিকে, ১৬ সেপ্টেম্বর আটকৃত অজ্ঞান পার্টির ৫ জনকে আদালতের কারছে ৫ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। সে আবেদনের শুনানি আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

জ্ঞান পার্টির গ্রেফতারকৃত ৫ জন হচ্ছেন- সিলেটের শাহপরাণ থানাধীন পীরের বাজার এলাকার টিকরপাড়া গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে রুকন মিয়া (২৭), সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকার আনোয়ার হোসেনের ছেলে রায়হান আহমদ জিসান (৩৪), আম্বরখানা এলাকার পীরমহল্লার ৫৭ নং বাসার রহমত আলীর ছেলে মো. রবিউল আলম (২৬), খাসদবীর এলাকার ২৬ নং বাসার মৃত শফিক মিয়ার ছেলে সোহেল আহমদ (৪৮) ও একই এলাকার ১২ নং বাসার মৃত আনু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫০)। 

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সোমবার দিবাগত (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিলেটের জালালাবাদ থানাপুলিশ কুমারগাঁওয়ে অভিযান পরিচালনা করে এ ৫ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে মানুষকে অজ্ঞান করার নানা সরঞ্জাম পাওয়া গেছে। মঙ্গলবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এসএমপি সূত্র কওমি কণ্ঠকে জানায়- এই চক্র (অজ্ঞান পার্টি) বেশ কিছুদিন ধরে সিলেটে মানুষকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিচ্ছে। তাদের টার্গেট গ্রামাঞ্চল থেকে আসা সহজ-সরল মানুষ। এ চক্রের প্রায় সবাই সিলেটি। তাদের গ্রুতে অন্তত ১৫ সদস্য রয়েছে। আটক ৫ জনের কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে কয়েকজনের নাম-পরিচয়ও পাওয়া গেছে। যে কোনো সময় তারাও ধরা পড়বে। আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তথ্য পাওয়ার জন্য আটক ৫ জনকে ৫ দিন করে রিমান্ডে আবেদন করা হয়েছে।