সিলেট সীমান্তে জব্দ হলো কোটি টাকার চোরাই মাল

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট সীমান্তে দুই দিন অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল দল এসব মালামাল জব্দ করে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন প্রতাপপুর, বিছনাকান্দি, ডিবিরহাওর, সোনারহাট, কালাসাদেক এবং কালাইরাগ বিওপি’র টহল টিম অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গরু, টি শার্ট, ট্রাউজার, পিয়াজ, টমেটো, পান ও বিড়ি জব্দ করে । 

এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন কোয়ারি থেকে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করে বিজিবি।