কওমি কণ্ঠ রিপোর্টার :
ভারত সফররত আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সাম্মেলন নারী সাংবাদিকদের ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। এতে মুসলিমবিশ্বে আরেক দফায় প্রশংসায় ভাসলো আফগান মন্ত্রীপরিষদ।
শুক্রবার (১০ অক্টোবর) ভারতের দিল্লিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে আনুষ্ঠানিকভাবে জানানো হয়- ওই সংবাদ সম্মেলনের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভূমিকা ছিল না।
জানা গেছে, ভারত সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি শুক্রবার নয়াদিল্লির আফগান দূতাবাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। হায়দরাবাদ হাউসে মুত্তাকির সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠকের পর আফগান দূতাবাসে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে বেছে বেছে পুরুষ সাংবাদিকদেরই আমন্ত্রণ জানানো হয়।
সংবাদ সম্মেলনের খবর পেয়ে যেসব নারী সাংবাদিক দূতাবাসে পৌঁছেছিলেন, তাঁদের ঢুকতে দেওয়া হয়নি।
বিষয়টি চাউর হওয়ার পর সারা বিশ্বের সাধারণ মুসলিমরা নেট দুনিয়ায় আফগান মন্ত্রিপরিষদের প্রশংসা করছেন।
তারা বলছেন- এটাই প্রকৃত ইসলাম। প্রত্যেক মিডিয়া হাউসের নিশ্চয় পুরুষ রিপোর্টার বা প্রতিনিধি রয়েছে, সুতরাং তাদের পাঠালেই তো নিউজ কাভারেজ হয়। ইসলামি ব্যবস্থাসম্পন্ন একটি দেশের মন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের আমন্ত্রণ না জানানো এবং তাদের না যাওয়াই ভালো।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    