সিলেটে ফের ভূমিকম্প

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটের সময় ভূমিকম্পে কেঁপে উঠে সিলেট অঞ্চল।

এক সপ্তাহের ব্যবধানে সিলেটে হলো এই ভূমিকম্প।

আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।

এসব তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ সজিব হোসেন ভুইয়া।

এদিকে ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় অনেকে টের পাননি।

এর আগে ১৪ সেপ্টেম্বর বিকাল ৫টা ১১ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূতি হয়। এ সময় বাংলাদেশসহ দেশের ৬টি দেশে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে।