কওমি কণ্ঠ রিপোর্টার :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আজ বুধবার সিলেট আসছেন।
সিলেটে আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তারা।
জানা গেছে, বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে পৌঁছবেন আইজিপি বাহারুল আলম। পরে সকাল ১০টায় পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
দুপুর ১২টায় জেলা পুলিশ লাইন্সে সিলেটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সকল ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন আইজিপি।
এরপর বিকাল ৩টায় সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে (পিটিআই) অনুষ্ঠিতব্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন পুলিশের মহাপরিদর্শক।
পরে সন্ধ্যায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি।
অপরদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বেলা ২টার দিকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে পৌঁছবেন। পরে বিকাল ৩টায় সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে (পিটিআই) অনুষ্ঠিতব্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
এ সভায় সিলেট মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
পরে রাতে ঢাকায় ফিরবেন স্বরাষ্ট্র উপদেষ্টা।