কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকায় পারিবারিক শালিস চলাকালে ভিডিও করা নিয়ে একপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এসময় থানাপুলিশের ওসিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫-৬ জন পুলিশ সদস্য।
শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল থেকে চারজনকে এবং পরে আরও ৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায় জানিয়েছে, সুরমাগেইট এলাকায় একটি পারিবারিক সালিশবৈঠক চলাকালে একজনের ভিডিও করাকে নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপক্ষ আরেক পক্ষের উপর হামলা চালায়। এসময় পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে পুলিশের উপরও চড়াও হয় হামলাকারীরা। হামলায় শাহপরাণ থানাপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বেশ আহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪-৫ জন পুলিশ সদস্য। আহতদের মধ্যে ওসি ও আরেক পুলিশ সদস্য ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম শনিবার (৪ অক্টোবর) কওমি কণ্ঠকে জানান- ওসি ও আরেকজন ওসমানীতে চিকিৎসাধীন। হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। রাতেই ৮ জনকে আটক করা হয়েছে। তব যাচাই-বাছাই চলছে, যারা নির্দোষ তাদের ছেড়ে দেওয়া হবে। বাকিদের গ্রেফতার দেখানো হবে।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    