কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে ব্যাটারিচালিত রিকশা ও টমটম বন্ধ এবং সিএনজিচালিত অটোরিকশাচালককে মারধরকারীদের গ্রেফতারের দাবিতে ৮ অক্টোবর থেকে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
পুলিশের আশ্বাসে ২ সপ্তাহের জন্য ‘আন্দোলন’ স্থগিত করেছে জেলা বাস-মিনিবাস-কোচ ঐক্য পরিষদ।
তথ্যটি কওমি কণ্ঠকে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিশ্চিত করেছেন পরিষদের সভাপতি ময়নুল ইসলাম।
তিনি বলেন- ‘আজ (মঙ্গলবার) বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মহোদয়ের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। এতে কমিশনার আমাদেরকে অভিযুক্ত সবাইকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়ায় আমরা দুই সপ্তাহের জন্য ধর্মঘট স্থগিত করেছি।’
ময়নুল ইসলাম জানান- পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি ব্যাটারিচালিত রিকশাচালকদের হাতে সিএনজিচালিত অটোরিকশাচালক শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
এর আগে ২৭ সেপ্টেম্বর সিলেটে জেলা বাস-মিনিবাস কোচ ঐক্য পরিষদের উদ্যোগে সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে ময়নুল ইসলাম বলেন- ব্যাটারিচালিত রিকশা ও টমটম উচ্ছেদে নেমেছে প্রশাসন। এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে, কারো ইন্ধনে গত বুধবার উপশহরে আমাদের মাইক্রো স্ট্যান্ডে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আমরা মামলাও করেছি। পাশাপাশি কোর্ট পয়েন্টে অনেক সিএনজিচালিত অটোরিকশার উপর হামলা চালানো হয়েছে। এই হামলাকারী সবাইকে আগামী ৭ অক্টোবরের মধ্যে গ্রেফতার এবং সকল ব্যাটারিচালিত যান বন্ধ করা না হলে ৮ অক্টোবর থেকে সিলেট জেলায় সব ধরনের গণপরিবহন বন্ধ রাখা হবে।