প্রতিপক্ষ কে*টে দিলো ব্যবসায়ীর বিশেষ অঙ্গ!

কওমি কণ্ঠ ডেস্ক :

সুনামগঞ্জর ধর্মপাশা উপজেলায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন সবুজ মিয়া (৩৮) নামে এক ব্যক্তির বিশেষ অঙ্গ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের কামলাবাজ গ্রামের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত সবুজ মিয়াকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মোহাম্মদ সবুজ মিয়া (৩৮) রাজনগর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ওই ইউনয়নের উকিলপাড়া মোড়ে অবস্থিত একটি করাতকলের মালিক।

সবুজ মিয়ার পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কামলাবাজ গ্রামের সামনে একই ইউনিয়নের নলগড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রকির সঙ্গে সবুজের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রকির চাচাতো ভাই রহিছ মিয়া ও সাদ্দাম হোসেনসহ ৭—৮ জন সবুজের ওপর অতর্কিত হামলা চালায় এবং সবুজের বিশেষ অঙ্গ কেটে দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন সবুজকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রহিছ একই গ্রামের তাজু মাতুব্বরের ছেলে ও সাদ্দাম আব্দুল বারেকের ছেলে। তারা পরস্পর চাচাতো ভাই।

এ ব্যাপারে সাদ্দাম বা রকির চাচাতো ভাই অভিযুক্ত রহিছ মিয়া বলেন, আমি ঘটনাস্থলের পাশে নির্মাণাধীন সেতুর রড সিমেন্ট পাহারা দেই। সেই সুবাদে সব সময় এখানে থাকি। আমি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত না। সাদ্দাম ও রকি এ ঘটনা ঘটিয়েছে।

ভুক্তভোগীর মা কুলসুমা আক্তার অভিযোগ করে বলেন, এটা সম্পূর্ণ পরিকল্পিত হামলা। আমার ছেলেকে অন্য কোথাও আঘাত করলেও মানা যেত, কিন্তু তারা যেভাবে আঘাত করেছে, সেটা তাকে হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(মূল রিপোর্ট : যুগান্তর)