সিলেটে এবার যে অ্যাকশনে যাচ্ছে পুলিশ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অনঢ় রয়েছে। এবার এসব রিকশার শো-রুমের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে পুলিশ।  

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বুধবার (৮ অক্টোবর) রাতে কওমি কণ্ঠকে জানান- আগামী ১৫ অক্টোবরের মধ্যে সিলেট মহানগর এলাকার অবৈধ শো-রুম থেকে সকল যানবাহন সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পরদিন (১৬ অক্টোবর) থেকে অবৈধ শো-রুমের বিরুদ্ধে অভিযান শুরু করবে পুলিশ।