কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের কয়েকটি এলাকা থেকে ১ কোটি ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পশু এবং পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল দল মঙ্গল ও বুধবার (৮ ও ৯ অক্টোবর) এসব জব্দ করে।
বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় নোয়াকোট, শ্রীপুর, প্রতাপপুর, দমদমিয়া এবং সোনালীচেলা বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল ভারতীয় মদ, শাড়ি, গরু, চিনি এবং অবৈধ বালু উত্তোলনকারী নৌকা জব্দ করে।
এছাড়া সিলেট সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় নামক স্থানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমান ভারতীয় জিরা জব্দ করে। এসময় ২ চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃতদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।