দিরাইয়ে ছাত্রদলের মিছিল 

দিরাই সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করে ছাত্রদল।

নবগঠিত আহ্বায়ক কমিটির স্বাক্ষরিত ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বে মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। এতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তানভীর চৌধুরী। তিনি বলেন, “ছাত্রদল কখনো ভাড়াটে শক্তি নয়, বরং ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করে আসছে। নতুন কমিটি ছাত্র রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা যুবদল নেতা আনহার সর্দার, শাহান মিয়া, ছাত্রদল নেতা রাজীব, সুহেল, রিয়াদ, তালহা সিয়াম চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

Loading...