- জমিয়তকে একটি আসন ছাড়ের সিদ্ধান্ত
কওমি কণ্ঠ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ততো বাড়ছে ব্যস্ততা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে তুমুল তোড়জোড়।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করার সম্ভাবনাই বেশি। অংশগ্রহণ না করতে পারে জাতীয় পার্টিও। তবে বিএনপি ও অন্যান্য দল নিয়ে এবারের নির্বাচন শতভাগ সুষ্ঠু করার প্রত্যয় নির্বাচন কমিশনের।
নির্বাচনি কোলাহলপূর্ণ পরিবেশে এবার বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও প্রাচীন ইসলামী দল জমিয়তে উলামায়ে ইসলামের মধ্যে আসন নিয়ে সমঝোতা হয়েছে। এর মধ্যে সিলেটের একটি আসন জমিয়তকে ছেড়ে দেওয়ার প্রাথমিক ঘোষণা দিয়েছে বিএনপি। আজ শনিবার (২৫ অক্টোবর) ঢাকায় একটি বৈঠকে বিএনপি ও জমিয়তের মধ্যে মোট পাঁচটি আসন নিয়ে আলোচনা হয় বলে বিশ্বস্ত একটি সূত্র কওমি কণ্ঠকে নিশ্চিত করেছে।
সূত্রটি কওমি কণ্ঠকে জানায়- এই ৫টির মধ্যে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সিলেট-৫ আসন ছেড়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, নীলফামারি-১ (ডোমার-ডিমলা) আসন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন জমিয়তের যগ্মমহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীর জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।
তবে আরেকটি আসন বিএনপির কাছে জমিয়ত এককভাবে চাচ্ছে বলে জানা গেছে। তবে শনিবার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দুই দলের মধ্যে সমঝোতা-আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এদিকে, বিএনপির একটি সূত্র কওমি কণ্ঠকে শনিবার দুপুরে জানায়- সিলেট-১ ও সিলেট-২ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। দলের হাইকমান্ড চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট-২ আসনে আরেক উপদেষ্টা ও গুম হওয়া বিএনপির জনপ্রিয় নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে চূড়ান্ত করেছে। ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের সঙ্গে যোগাযোগ করে কাজ চালিয়ে যাওয়া নির্দেশ প্রদান করেছেন।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    .jpg) 
                                                     
                                                     
                                                    