প্রেমিকের সঙ্গে যাওয়া ছাতকের কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সুনামগঞ্জ জেলার ছাতক থেকে প্রেমিকের সঙ্গে যাওয়া এক কিশোরী স্কুলছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে ঢাকা থেকে উদ্ধার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকার শাহ আলী থানার রুপনগর আবাসিক এলাকার মো. মিরাজুল ইসলাম নামের একজনের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

তবে এসময় কাউকে আটক করা হয়নি।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান- ওই কিশোরী সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ এলাকার একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী। সে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এর প্রেক্ষিতে ১১ অক্টোবর সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি।

ঘটনার পর ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণ মামলা দায়ের করে। সেই মামলার প্রেক্ষিতে র‍‍্যাব-৯ অনুসন্ধান ও অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে উদ্ধার করে ওই কিশোরীকে।

Loading...