কওমি কণ্ঠ রিপোর্টার, মৌলভীবাজার :
সংস্কার কাজের জন্য মৌলভীবাজার জেলা সদরের বেশ কয়েকটি এলাকায় শিডিউল মোতাবেক আজ শুক্রবার (২৪ অক্টোবর) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো)।
মৌলভীবাজার বিদ্যুৎ বিভাগের বিক্রয় ও বিতরণ শাখার নির্বাহী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ সাব্বির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রকল্প কর্তৃক অত্র দপ্তরের আওতাধীন ৩৩ কেভি রিং ফিডারের সংস্কার কাজের জন্য শিডিউল মোতাবেক ১১ কেভি ফিডার সমূহের সংশ্লিষ্ট এলাকায় সকাল ৬ টাকা থেকে দুপুর ১২ টা পর্যন্ত টানা ৭ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট ফিডারগুলো হলো—১১ কেভি ভিসি ফিডার, ১১ কেভি সার্কিট হাউজ ফিডার।
সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা—কোর্ট রোড, বনশ্রী, ওয়াপদা রোড, ডিসি অফিস, উত্তর কলিমাবাদ, দক্ষিন কলিমাবাদ, টিকরবাড়ী, টিবি হাসপাতাল রোড, শাহ-মোস্তফা রোড, গীর্জাপাড়া, আরামবাগ।
নির্মাণকাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
(রিপোর্ট : শাহরিয়ার খান সাকিব)