সিলেটের ৩ উপজেলা দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানীনগরের মিলনস্থল নাজরিবাজারে ‘ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন’ নামে সামাজিক সংগঠন গঠন করা হয়েছে। আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গঠিত এ সংগঠনের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় নাজিরবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পশ্চিম রাজ মুহাম্মদপুর বায়তুন নাজাত মসজিদ কমিটির সভাপতি ও দারুল কুরআন মাদরাসা নাজিরবাজার’র সাবেক শিক্ষক মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান শায়েস্তা।
সভায় সবার সম্মতিক্রমে দুই বছরের জন্য (২০২৫-২৬) কার্যকরী (আংশিক) কমিটি গঠন করা হয়। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
কমিটির দায়িত্বশীলরা হচ্ছেন- সভাপতি মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান শায়েস্তা, সহসভাপতি (প্রথম) হাফিজ মাওলানা হাফিজুর রহমান, সহসভাপতি (দ্বিতীয়) মাওলানা মকসুদ হাসান, সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল হক ডালিম, সহ-সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রাফি,
কোষাধ্যক্ষ ইউপি সদস্য মো. নাজিম উদ্দিন রাহিন, সাংগঠনিক সম্পাদক মুফতি মো. আতিকুর রহমান (আকিক), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইতালি প্রবাসী হাফিজ ক্বারি নিজাম উদ্দিন শাহিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফিজ রুম্মান আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মামুন আহমদ এবং দপ্তর সম্পাদক হাফিজ সালিম আহমদ।
এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হন- দারুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসান, মাদরাসার শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম, খেলাফত মজলিস নেতা পল্লীচিকিৎসক মো. আব্দুল ওয়াহাব, মৌলভী মো. আব্দুস সামাদ, খেলাফত মজলিস নেতা মো. শামীম আহমদ ও হাফিজ ক্বারি মো. রেজাউল করিম।
সভায় আরও উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস নেতা আব্দুল জলিল ও মো. খালেদ আহমদ, কামাল আহমদ, বদরুল ইসলাম, হাফিজ মো. আজিজুর রহমান, মো. বাশার উদ্দিন, মো. শিহাব উদ্দিন, মো. আনসার আলী, রাহিম আহমদ, মো. মারজান আহমদ, তুহিন আহমদ তাহমিদ, রায়হান মিয়া, শাহান মিয়া, ছামি আহমদ, কামরান আহমদ, নাহিদ আহমদ, ছাইফ হোসাইন ও রাহুল মালেক রাহাত রাজ প্রমুখ।