কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী। কিছুদিন আগে তিনি বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে ইসলাম ধর্মের প্রতি অবমাননার শামিল এমন কিছু বক্তব্য দিয়ে সমালোচনায় ভাসেন। এ বিষয়ে শিশির মনির এখনো বক্তব্য স্পষ্ট করেননি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোহাম্মদ শিশির মনির।
এসময় তাঁর সাথে ছিলেন প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীর-মুক্তিযোদ্ধা পাণ্ডব চন্দ্র দাস,জামায়াতে ইসলামীর দিরাই উপজেলা আমীর আব্দুল কদ্দুস, আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস,রাবেয়া মনির, সুষমা পাল,শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়াসহ আট দলীয় জোটের নেতৃবৃন্দ।