সিলেট রেলস্টেশনে র‍্যাবের বিশেষ অভিযান

কওমি কণ্ঠ রিপোর্টার :

টিকিট কালোবাজারি ঠেকাতে সিলেট রেলস্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৯।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ আজ শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানান- সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রির অভিযোগ অনেক দিনের। সম্প্রতি সিলেট-ঢাকা মহাসড়কে বাসযাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিটের চাহিদা বাড়ার সুযোগে  কালোবাজারিদের দৌরাত্ম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। টিকিট যার, ভ্রমণ তার এই স্লোগানকে সামনে রেখে র‍্যাব-৯ সিলেটে টিকেট কলোবাজারি রোধে সচেষ্ট হয়েছে।

এরই প্রেক্ষিতে শুক্রবার সকালে সিলেট জেলা প্রশাসনের সহায়তায় র‍্যাবের একটি টিম রেলস্টেশনে  প্রথম দিনেই টিকেটে নামের অমিল, টিকেট মূল্যের অধিক দূরত্বে ভ্রমণ এবং বিনা টিকিটে ভ্রমণ করার দায়ে পাহাড়ীকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসের অন্তত ২৫ জন যাত্রীকে ভ্রাম‍্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে।