অটোরিকশার চাপায় দুই শ্রমিক নি হ ত

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখিতে সিএনজিচালিত অটোরিকশার চাপায় ২ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত (২৩ জানুয়ারি) ৩টার দিকে চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত দুই শ্রমিক হলেন- সিলেট মহানগরের শাহজালাল উপশহরের সি ব্লকের তেররতন এলাকার (সি ব্লক) একটি বাসার বাসিন্দা সেলিম মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২০) ও মাসুক মিয়ার ছেলে মো. লায়েছ মিয়া (৩৫)। তারা দুজনের বাড়ি সুনামগঞ্জ জেলায়।


পুলিশ সূত্রে জানা যায়, রাতে তারা চৌকিদেখি পেট্রল পাম্পের সামনে সড়কে একটি ট্রাক থেকে রড নামানোর কাজ করছিলেন। রাত ৩ টার দিকে ঘন কুয়াশায় দেখতে না পেয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা (সিলেট থ ১১-৪৪১৫) তাদের চাপা দেয়।


গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরক উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


নিহতের বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।


তিনি বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছেন। লাশ দুটি ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।