১২ লাখ টাকা ছিনতাই, একজন গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকা থেকে এনা পরিবহনের প্রায় সাড়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় শাহ আলম নামে একজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। 

সোমবার (২৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় আকিকুর রহমান ফরহাদ (ওরফে কালা ফরহাদ) নামে অভিযুক্ত আরেকজনের বাড়িতে অভিযান চালালেও তাকে ধরতে পারেনি পুলিশ। তাদের দুজনের বাসা কদমতলি এলাকায়।

আকিকুর রহমান ফরহাদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ- কদমতলি এলাকায় ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তিনি। 

একজন গ্রেফতারের বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারফত আলী। 

তিনি বলেন- ঘটনার পর এনা পরিবহনের সিলেট বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম রুকন বাদী হয়ে থানায় মামলা দায়েল করেছেন। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেট এনা পরিবহনের কদমতলির কাউন্টার থেকে ১২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে ৩ কর্মচারী একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। তাদের গাড়ি কদমতলির ইয়াসিন প্লাজা নামক মার্কেটের সামনে যাওয়ামাত্র ৩টি মোটরসাইকেলে করে ৬ জন ছিনতাইকারী এসে তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়।