প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৭ জন

কওমি কণ্ঠ ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা ৫৭টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া সাতটি আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে এবং অন্য ছয়টি আপিলের শুনানি মুলতবি রাখা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) আপিল শুনানি শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, আজ ৭০টি আপিলের মধ্যে অনুমোদিত বা মঞ্জুর করা হয়েছে ৫৭টি আপিল। নামঞ্জুর করা হয়েছে সাতটি আপিল। এ ছাড়া ছয়টি আপিল মুলতবি রাখা হয়েছে।

এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে ২৫৬৮ জনের মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থী রয়েছেন ১ হাজার ৮৪২ জন।