সড়ক অবরোধ করে অবৈধ ব্যাটারির রিকশাচালকদের বিশৃঙ্খলা

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিচ্ছিন্নকৃত বিদ্যুৎ লাইন পুনঃসংযোগসহ ১১ দফা দাবিতে চৌহাট্টায় সড়ক অবরোধ করে রাখা হয়েছে। ‘রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা’র ব্যানারে এ আন্দোলন করা হচ্ছে।

তবে পথচারী ও নগরবাসীর দাবি- এরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। চৌহাট্টায় অবরোধ করার ফলে ৪টি রাস্তায় যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। এছাড়া অবরোধের প্রভাবে পুরো নগরজুড়েই দেখা দিয়েছে তীব্র যানজট ও ভোগান্তি। এছাড়া চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীসাধারণ। বিশেষ করে রোগী, নারী-শিশু ও বৃদ্ধরা।

তবে পুলিশ তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে বলে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে কওমি কণ্ঠকে জানিয়েছেন এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী (পিপিএম- সেবা)। 

তিনি বলেন- আমরা এই মুহুর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বাড়াবাড়ি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম গিয়েছে। 

অবরোধে আগে মঙ্গলবার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মহানগরের আম্বরখানা থেকে মিছিলসহকারে শ্রমিকরা সমাবেশস্থলে যান। তারা “রিকশা ফিরিয়ে দাও”, “লাইসেন্স দাও”, “কর্মসংস্থান সৃষ্টি করো” — এসব স্লোগান দেন এসময়।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে বহু রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।