কওমি কণ্ঠ রিপোর্টার :
লন্ডনের হিথ্রোগামী একটি বিমানের ইঞ্জিন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে ধাক্কা খেয়েছে। এতে সময়মতো ছেড়ে যায়নি বিমানের ওই ফ্লাইট।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফ্লাইটে যাত্রী ছিলো ২৬২ জন।
বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চত করেছেন বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ।
তিনি জানান, সকাল সাড়ে দশটার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটের ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজ সরানোর সময় ধাক্কা লাগে। এতে সময়মতো উড়তে পারেনি নির্ধারিত ফ্লাইট।
তিনি বলেন- বেলা আড়াইটার দিকে এই ফ্লাইটের শিডিউল করা হয়েছে। ঢাকা থেকে আরেকটি বিমান সিলটে আনা হচ্ছে ফ্লাইটটির যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য।
বর্তমানে প্রকৌশলীরা বিমানের অবস্থা পরীক্ষা করছেন বলে জানান মো. হাফিজ আহমদ।