বিশ্বনাথে ব‍্যবসায়ী খু ন: জিজ্ঞাসাবাদের জন্য দুজন থানায়

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের বিশ্বনাথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিপেশ তালুকদার (৪০) নামের ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ী নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়েছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে থানায় নিয়ে যায় পুলিশ।

তারা হলেন- উপজেলার বায়নপুর চরগাঁওয়ের আতিকর রহমান (২৫) ও জসিম উদ্দিন (২৬)।

রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওয়ানপুর এলাকার পাঁচপীর বাজারের পাশে খুন হন নিপেশ তালুকদার। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর গ্রামের সানন্দ তালুকদারের ছেলে।

দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে সিলেটের জালালাবাদ থানাধীন তেমুখীস্থ খালেদ মিয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বসবাস করে আসছিলেন। 

স্থানীয় সূত্র জানায়, নিপেশ তালুকদার বাইসাইকেল দিয়ে বিশ্বনাথ উপজেলার বাজারগুলোতে পান, সুপারি ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায়ও সাইকেল দিয়ে মালামাল বিক্রি শেষে রাত সাড়ে ৮টার দিকে ফেরার পথে পাঁচপীর বাজারের পশ্চিমে নির্জন সড়কে ছিনতাইকারীরা তার উপর চড়াও হয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এসময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এসময় নিপেশ রক্তাক্ত অবস্থায় বাজারের একটি দোকানে দৌড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যান। 

খবর পেয়ে রাত ১০টার দিকে ওসমানীনগরের সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম) ও বিশ্বনাথ থানার  ওসি এনামুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী সোমবার দুপুরে কওমি কণ্ঠকে বলেন- জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে ছেড়ে দেওয়া হতে পারে।