কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের লামা ঝিংগাবাড়ী গ্রামে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রবিবার (২ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রংমিস্ত্রির নাম জসিম রানা (২৫)। তিনি উপজেলার একই ইউনিয়নের নওয়ামাটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জসিম রানা কয়েক দিন আগে কাজের উদ্দেশ্যে লামা ঝিংগাবাড়ী এলাকায় যান। রবিবার সকালে একটি বাড়িতে রংয়ের কাজ শুরু করেন। দপুরের দিকে অসাবধানতাবশত খোলা বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকাীর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।