গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্ব, মা র ধ রে একজন নি হ ত

কওমি কণ্ঠ ডেস্ক : 

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বড়কাপন নামক পয়েন্টে ট্রাক পার্কিং করাকে কেন্দ্র করে কিল ও ঘুসিতে আব্দুল কাহার ওরফে বুদাই মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ট্রাকচালক রতনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউপির বড়কাপন পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাহার ওরফে বুদাই মিয়া (৪৫) উপজেলার জাউয়াবাজার ইউপির দক্ষিণ বড়কাপন গ্রামের মৃত প্রকাশ আলীর ছেলে।

জানা যায়, আনলোড করার জন্য রডবোঝাই ট্রাক পার্কিং করাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী ভাঙ্গারি দোকানদার আব্দুল কাহার (৩৫) ও ট্রাকচালক রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরআখড়া গ্রামের মৃত সেকণ্ড মন্ডলের ছেলে রতন মণ্ডলের (৩৮) মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ট্রাকচালক রতনের কিল-ঘুসিতে ভাঙ্গারি দোকানদার আব্দুল কাহার (৩৫) গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করবে নিহতের পরিবার।