সিলেট জেলা প্রেসক্লাবের নবকমিটিকে তাহিরপুর সমিতি সিলেট’র শুভেচ্ছা

ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেটস্থ তাহিরপুর সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক দৈনিক শ্যামল সিলেটের চিফ রিপোর্টার ও বাংলানিউজ২৪ডটকম’র সিনিয়র করেসপন্ডেন্ট (সিলেট) মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, তাহিরপুর সমিতি সিলেট’র সভাপতি সালাহ উদ্দিন আহমদ এবং জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর সমিতি সিলেট’র সহসভাপতি আবুল মনজুর চৌধুরী আতিক, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি (দ্বিতীয়) দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিলেটভিউ’র নিউজ ইনচার্জ মো. রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাগোনিউজ২৪ডটকম’র সিলেট জেলা প্রতিনিধি জামিল আহমদ (আহমেদ জামিল), কার্যনির্বাহী সদস্য দৈনিক যুগভেরী’র স্টাফ ফটোগ্রাফার রনজিৎ কুমার সিংহ, সদস্য দৈনিক প্রতিদিনের সংবাদ’র সিলেট প্রতিনিধি তুহিন আহমদ ও দৈনিক জাগ্রত সিলেট’র বার্তা সম্পাদক রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল), তাহিরপুর সমিতি সিলেট’র সহসধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মো. দিলোয়ার হুসেন, অর্থসম্পাদক মো. ইয়াহিয়া মজুমদার হাসান ও সদস্য মো. মোবাশ্বির শরীফ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- সিলেট জেলা প্রেসক্লাব দেশের উত্তর-পূর্বাঞ্চলের পেশাদার মূলধারার সাংবাদিকদের বৃহৎ সংগঠন। সংগঠনটি সাংবাদিকদের হলেও এর মূল কাজ গণমানুষ নিয়ে, দেশের স্বার্থ নিয়ে। সুতরাং অন্যান্য সামাজিক সংগঠনের উদ্দেশ্যের সঙ্গে জেলা প্রেসক্লাবের উদ্দেশ্যেরও মিল আছে। তাই নিবন্ধিত সামাজিক সংগঠন তাহিরপুর সমিতি সবসময় ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাবের সঙ্গে আছে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জেলা প্রেসক্লাবের কার্যক্রমকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

 

সংবাদ বিজ্ঞপ্তি