কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালালাবাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে উন্নয়নবিষয়ক উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর লালাবাজার ইউনিয়নের নাজিরবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
নাজিরবাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও সাবেক মেম্বার জিলা মিয়ার সভাপতিত্বে এবং বিশিষ্ট শিক্ষাবিদ জয়নুল হক আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউপি প্রশাসক সাহাব উদ্দিন মুন্না।
তিনি তাঁর বক্তব্যে বলেন- ‘লালাবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে আমার দায়িত্ব নেওয়ার এক মাস হয়েছে। এই স্বল্প সময়ে আমার মনে হয়েছে আপনাদের ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম মনির পরিষদের একজন যোগ্য জনপ্রতিনিধি। ওয়ার্ডবাসীর বক্তব্যেও তার সম্পর্কে পজেটিভ সব মন্তব্য এসেছে। সুতরাং আমি যতদিন এখানে সময় পাবো- তাঁর মাধ্যমে আপনাদের উন্নয়ন-চাহিদাকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবো এবং শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্ট উন্নয়নগুলোকে আগে সম্পন্ন করার চেষ্টা করবো।’
তিনি আরও বলেন- ‘উন্নয়নের পাশাপাশি আমাদের সামাজিক অপরাধ নির্মূলে সবাইকে সচেতন হতে হবে। মাদক, জুয়া ও অসামাজিক কাজসহ সকল অপরামূলক কর্মকাণ্ড থেকে আমাদের সন্তাদের দূরে রাখতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যের আগে ৭ নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম মনির তাঁর স্বাগত বক্তব্যে বলেন- ‘গত দুই মেয়াদে আপনারা আমাকে ভালোবেসে এ ওয়ার্ডের সেবক হিসেবে নির্বাচিত করেছেন। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের স্বার্থে, ওয়ার্ডের ৮টি গ্রামের উন্নয়নে কাজ করছি এবং করে যাবো। আগের মতোই এখনো অন্যায়-অনৈতিক বিষয়-আসয় থেকে আপনাদের দোয়ায় দূরে রয়েছি, আগামীতেও থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। তবে একটি কুচক্রি মহল সম্প্রতি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাদের অপসারিত চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে। কিন্তু একটি মহল ইউনিয়নকে অস্থিতিশীল করার লক্ষ্যে অপপ্রচার চালাচ্ছ যে- এতে আমার হাত রয়েছে। অথচ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। বিভিন্ন ফেইক ফেসবুক আইডি থেকে আমার ছবি দিয়ে এসব লেখালেখি করা হচ্ছে। প্রয়োজনে ওয়ার্ডবাসীর পরামর্শে আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। আগের মতো সবসময় আমি ওয়ার্ডবাসীর ভালোবাসায় থাকতে চাই।’
উন্মুক্ত সভায় ওয়ার্ডের বাসিন্দারা তাদের উন্নয়ন-চাহিদা ব্যক্ত করেন। এসময় ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম মনিরের দুই মেয়াদের উন্নয়ন কর্মকাণ্ডগুলোর ভূয়সী প্রশংসা করেন তারা। পাশাপাশি মনিরের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারকারীদের প্রতিহত করতে তাঁর সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত জনতা।
সভায় রশিদপুর গ্রামের জামে মসজিদের মুতাওয়াল্লি ফারুক মিয়া, কুতুবপুর গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি জুয়েল মিয়া চৌধুরী, আবদিতপুর জামে মসজিদের মুতাওয়াল্লি মুরুব্বি আলতাব মিয়া, ঝাজর (দক্ষিণপাড়া) গ্রামের জামে মসজিদের মুতাওয়াল্লি আব্দুল মতিন সুরুজ মিয়া, নরশিংপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আছাব আলি, মিরেরচক গ্রামের জামে মসজিদের মুতাওয়াল্লি আব্দুল আহাদ ও সরবাজপুর গ্রামের মুরুব্বি যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ডের বিভিন্ন গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    