কওমি কণ্ঠ রিপোর্টার :
১৪ বছর আগে সিলেটের কোম্পানিগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও র্যাব-১১ যৌথভাবে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ গ্রেফতার করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা আড়াইটায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর নয়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলী হোসেন (আলী- ৪৫) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুর্নাচ্ছগ্রামের সৈয়দুল ইসলামের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- ২০১১ সালের ২২ আগস্ট কোম্পানিগঞ্জ থানাধীন হায়দরী বাজার-সংলগ্ন শামাসি ব্রিজ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে একজনের উপর সশস্ত্র হামলা চালিয়ে হত্যা করে পালিয়ে যান আলী হোসেন।
দীর্ঘ ১৪ বছর পলাতক থাকার অবশেষে শনিবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
পরে তাকে কোম্পানীগঞ্জ থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়।