এনসিপি সিলেট মহানগরের যুগ্ম-সদস্যসচিব হলেন লুবনা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম-সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসনিয়া আক্তার লুবনা।

পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কাজ করে আসছেন।

তাসনিয়া আক্তার লুবনা বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগরের যুগ্ম সদস্য সচিব হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এই আস্থা প্রমাণ করে—এনসিপি আজ যোগ্যতা, পরিশ্রম ও সংগঠনের ভিত্তিতেই নেতৃত্ব নির্বাচন করে। সিলেট মহানগরে সুস্থ রাজনীতি, স্বচ্ছ নেতৃত্ব ও পরিবর্তনের রাজপথ গড়ে তুলতে আমি আরও নিষ্ঠার সঙ্গে মাঠে কাজ করে যাব। যারা দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে—এনসিপি তাদের বিরুদ্ধে জনগণের শক্তিশালী কণ্ঠস্বর। আমরা জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতিতেই বিশ্বাসী।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা ও সিলেটবাসীর সমর্থন নিয়ে এনসিপিকে মহানগরে আরও শক্তিশালী ও সংগঠিত করে তুলব, ইনশাআল্লাহ। পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার এই লড়াইয়ে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।’

উল্লেখ্য, শনিবার (৬ ডিসেম্বর) অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজালকে আহ্বায়ক এবং মো. কিবরিয়া সারওয়ারকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।