তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং দীঘায়ূ কামনায় বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় গোলাপগঞ্জে খতমে কুরআন ও দুআ মাহফিল অনুষ্ঠিত হবে। গোলাপগঞ্জ পৌর বিএনপির এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এছাড়া জেলা, উপজেলা ও পৌরসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখবেন। এ আয়োজনে কয়েক হাজার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতির আশা ব্যক্ত করেছেন আয়োজকরা।
এদিকে, বুধবারের আয়োজন সফল করতে ও আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে গোলাপগঞ্জ পৌরসদরে প্রচারপত্র বিতরণ এবং গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী অ্যাড. এমরান আহমদ চৌধুরী।
এসময় তিনি বলেন- খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের উপর আস্থা রেখেছেন। আমাদেরকে সিলেট-৬ আসনে ধানের শীষকে বিজয়ী করে তাদের আস্থার প্রতিদান দিতে হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন ও নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক জামিল আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ দুলাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, পৌর বিএনপি নেতা সাঈদুল মোরশালিন, উপজেলা যুবদলের আহবায়ক মামুন আহমদ রিপন, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল আজিজ মুন্না, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শাহনুর আহমদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বাদল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক এম সিরাজুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী, পৌর শ্রমিকদলের সভাপতি আতাউর রহমান আতা, মহানগর কৃষক দলের পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক সেবুল আহমদ, উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সুলেমান আলী, উপজেলা যুবদল নেতা শিপন আহমদ, পৌর যুবদল নেতা মুজিবুর রহমান, সেলিম আহমদ, নজরুল ইসলাম, তাওহীদ আহমদ ও রেদোয়ান আহমদ প্রমুখ।
গোলাপগঞ্জে দুটি অনুষ্ঠান :
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের কারিগর। তাই তাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর এর জন্যও আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় প্রয়োজন। বর্তমান শিশুদের সুপ্রজন্ম ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিশেষ পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকার উত্তর রায়গড়স্থ ‘আদর্র্শ শিশু বিদ্যানিকেতনে’ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির পিন্সিপাল সেবক তালুকদার।
ঢাকাদক্ষিণ সরকারি কলেজের সাবেক ভিপি কামরান উদ্দিন বাদলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক এম এ ছায়াদ, কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সভাপতি আজমল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ও অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এছাড়া ‘আদর্র্শ শিশু বিদ্যানিকেন’র সকল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার রাতে গোলাপগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এমরান আহমদ চৌধুরীর সমর্থনে উঠানবৈঠক অনুষ্ঠিত হয়।
রাত ৮টায় সদর ইউনিয়নের শেরপুর বড়বাড়ির বাংলো মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী।
সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামাল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সহ-সভাপতি নজরুল ইসলাম এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ।
আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এম এ কাদির, লুৎফর রহমান, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মো. শাহ আলম ও ছালিক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাছির আহমদ আবেদ, স্বেচ্ছাসেবক দলনেতা রাসেল আহমদ, যুগ্ম-আহবায়ক সাঈদ আহমদ জামিল, উপজেলা যুবদল নেতা সাকিল আহমদ চৌধুরী, শিমুল আহমদ, রিজু আহমদ, কাইয়ুম আহমদ, রব্বানী আহমদ, দোলব হোসেন, সাব্বির আহমদ, মাছুম আহমদ, আশরাফ আহমদ, শামীম আহমদ, সুহেব আহমদ, মনসুর আহমদ, আলাল আহমদ, সিলেট ল’ কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রাসেল আহমদ, ছাত্রদল নেতা তানভীর আহমদ, ফুলবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিজান আহমদ, যুবদল নেতা ছাদ উদ্দিন ও রনি আহমদ প্রমুখ।
আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ এবং তারেক রহমানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন- দলের কান্ডারি জনাব তারেক রহমানের বক্তব্য হচ্ছে, ব্যক্তি নয়; ধানের শীষ প্রতীক দেখে সবাইকে কাজ করতে হবে। আমরাও বিশ্বাস করি- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপির পতাকাতলে সবাই ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় হবেই হবে ইনশা আল্লাহ।