শুক্রবার যেসব স্থানে মিছিল-মিটিং নিষিদ্ধ করলো পুলিশ

কওমি কণ্ঠ রিপোর্টার :

এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে সিলেটের ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো-  এম  এ জি ওসমানী মেডিকেল কলেজ, সরকারি মহিলা কলেজ এবং সরকারি আগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।  

এই ৩ কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই ৩ কেন্দ্রের ২ শ গজের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগ থেকে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান বাজনা, হৈ-চৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত/অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা)। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জারিকৃত এক আদেশে তিনি বলেন- এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ
করা হবে।