‘এসএমসিসিআই’র ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম উপ-কমিটির যুগ্ম-আহ্বায়ক হলেন শাহেদ আহমদ

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এসএমসিসিআই)-এর ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম উপ-কমিটির যুগ্ম-আহ্বায়ক হয়েছেন সংগঠনটির সদস্য,  সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ আহমদ।

তিনি হলি গ্রুপ-এর সিইও, হলি আরবান প্রপাটিজ প্রাইভেট লিমিটেড-এর পরিচালক, মেহমান রেস্টুরেন্টের পরিচালক, শাহেদ এন্টারপ্রাইজ-এর পরিচালক ও টাইম সিলেট ডটকম-এর সম্পাদক।

এছাড়া তিনি ইতিপূর্বে সিলেটের স্বনামধন্য দৈনিক পত্রিকায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছেন।

সাাংবদিকতার পাশাপাশি সততার সঙ্গে করছেন ব্যবসা শাহেদ আহমদ। দীর্ঘদিনের অধ্যবসায় তাঁর হাতে ন্যস্ত হয়েছে সিলেটের প্রতিষ্ঠিত কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ।