কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা ও হেড–নেক বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আব্দুল হাফিজ (শাফী) সহকারী অধ্যাপক (এসিস্ট্যান্ট প্রফেসর- ইএনটি) পদে পদোন্নতি পেয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতির পর এক প্রতিক্রিয়ায় ডা. আব্দুল হাফিজ শাফী বলেন- ‘রোগীর হাসিমুখই একজন চিকিৎসকের প্রকৃত সফলতা। আমি সর্বদা চেষ্টা করি সহজ ও বোধগম্য ভাষায় চিকিৎসাসংক্রান্ত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে, যাতে তারা সচেতন হতে পারে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে পারে। সহকারী অধ্যাপক পদ আমার জন্য শুধু সম্মান নয়, এটি একটি নতুন দায়িত্ব ও বড় চ্যালেঞ্জ। আগামী দিনে চিকিৎসা এবং রোগীসেবায় আরও বেশি অবদান রাখতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
আব্দুল হাফিজ (শাফী) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস থেকে বাংলাদেশের চিকিৎসা বিদ্যার সর্বোচ্চ ডিগ্রি এফসিপিএস (ইএনটি) ডিগ্রি অর্জন করেন। তিনি ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন চিকিৎসক।
চিকিৎসাবিদ্যার পাশাপাশি তিনি একজন স্বাস্থ্য বিষয়ক কলাম লেখক হিসেবেও সুপরিচিত। চিকিৎসার জটিল বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করতে স্থানীয়, জাতীয় এবং সাপ্তাহিক পত্রিকাগুলোতে তাঁর লেখার ভূমিকা অত্যন্ত প্রশংসিত। রোগ–ব্যাধির কারণ, প্রতিকার, সচেতনতা ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে তাঁর তথ্যবহুল লেখাগুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে যে কোনো জটিল বিষয় সহজ উদাহরণে তুলে ধরার অনন্য দক্ষতা ডা. আব্দুল হাফিজ শাফীকে একজন জনপ্রিয় স্বাস্থ্য–সচেতনতা লেখকে পরিণত করেছে।