কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- দেশ গড়তে বিএনপির মতো বাস্তবসম্মত পরিকল্পনা আর কোনো রাজনৈতিক দল নিতে পারেনি। বিএনপি মানুষের সমস্যা চিহ্নিত করার চেষ্টা করছে। মানুষ কী চাইছে, আমাদেরকে জনগণের দ্বারে দ্বারে গিয়ে তা বুঝতে হবে। দেশনায়ক তারেক রহমানের ‘দেশ গড়ার পরিকল্পনা’র কর্মসূচির মাধ্যমে আমাদেরকে এই বার্তাই দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলীয় নেতাকর্মীদের দেশ গড়ার কার্যক্রমে ঝাঁপিয়ে পড়তে হবে।
দলীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
রবিবার (১৪ ডিসেম্বর) দিনভর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এমরান আহমদ চৌধুরীর সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেন।
এমরান চৌধুরী আরও বলেন- আজ শহিদ বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠসন্তান শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী ও সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে একাত্তর সালের এই দিনে। তারা চেয়েছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করতে। দেশ পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বাধাগ্রস্ত হয় এটাই ছিলো পাকিস্তানিদের চক্রান্ত। জাতির শ্রেষ্ঠসন্তান সকল বুদ্ধিজীবীদের অবদান বাংলাদেশের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে চিরদিন।
উল্লেখ্য, শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ ‘দেশ গড়ার পরিকল্পনা’-শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে জেলার নেতৃবৃন্দসহ ১৮টি উপজেলা ও পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি নেতৃবৃন্দের প্রতি নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।