বিশেষ অভিযানে সুনামগঞ্জে গ্রেফতার ৭

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সারা দেশের মতো সুনামগঞ্জেও চলছে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। এ অভিযানে ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানাপুলিশের যৌথ উদ্যোগে বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা আওয়ামী যুবলীগের সদস্য ও শাল্লা উপজেলার ডুমরা গ্রামের বাসিন্দা দীপু রঞ্জন দাস (৪৪), বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার হালাবাদী (গণপাড়া) গ্রামের বাসিন্দা শহীদ মিয়া (৪০), নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলার দেবগ্রাম গ্রামের বাসিন্দা অনিক রঞ্জন দেব (৩০), জগন্নাথপুর পৌরসভা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও ইকড়ছই গ্রামের বাসিন্দা আব্দুল মতিন (৪৫), সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও সুনামগঞ্জ সদর থানার সারদাবাজ গ্রামের বাসিন্দা বকুল চন্দ্র দাস (৩৫), নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও তাহিরপুর উপজেলার কামড়াবন্দ গ্রামের বাসিন্দা মো. তোফাজ্জল হোসেন (২৫) এবং ছাতক উপজেলার দুলারবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জটি গ্রামের বাসিন্দা মো. সউদ মিয়া (৪৬)। 

সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল তাদের গ্রেফতারের তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।