কওমি কণ্ঠ রিপোর্টার :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়কের পাশ থেকে শহীদুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বগাদী শ্রীনিবাসদী সড়কের মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকা মরদেহটি উদ্ধার করা হয়।
শহীদুল সিলেট সদর উপজেলার মৃত আনোয়ার ইসলামের ছেলে।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা শ্রীনিবাসদী এলাকায় সড়কের পাশে মাথা বিচ্ছিন্ন যুবকের মরদেহ দেখতে পান। পরে থানা-পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায়।
আড়াইহাজার থানার ওসি জানান- লাশটির মাথা নেই এবং পেটের নাড়ি-ভুঁড়ি বের করা ছিল। শরীরে কোনো কাপড় ছিল না। আশপাশে মাথার কোনো সন্ধানও পাওয়া যায়নি।
ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। পরিবারের লোকজন আসলে ময়না তদন্ত শেষ লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।