কওমি কণ্ঠ ডেস্ক :
সাতদিন থেকে নিখোঁজ মাদরাসাছাত্র ইবনে আব্বাস লিমনের (১৩) সন্ধান চায় পরিবার।
সে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের মনাইকান্দী গ্রামের রেশাদ আহমদ রেশাইয়ের ছেলে।
লিমন সিলেট মহানগরের খাসদবীর জামেয়া মদীনাতুল উলূম দারুস সালাম মাদরাসার ছাত্র।
জানা গেছে, গত ১০ ডিসেম্বর (বুধবার) রাত ৯টায় আলিয়া মাদরাসা মাঠ থেকে সে নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের পর সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন লিমনের মা ফারহানা বেগম।
যদি কেউ ইবনে আব্বাস লিমনের সন্ধান পান বা দেখে থাকেন তাহলে ০১৭২৪-৪৬১৮৯২, ০১৩০৬-১৬৯৬৭৮ বা ০১৮৮৬-৯৪১৭৫৩ মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ অনুরোধ জানিয়েছে পরিবার।