হুসাইন মাদানি সম্পর্কে কটূক্তি, সিলেটে আলেমদের ক্ষোভ

কওমি কণ্ঠ রিপোর্টার :

আল্লামা হুসাইন আহমদ মাদানি (রাহি.)-কে নিয়ে সিলেটের কানাইঘাট ঝিংগাবাড়ি মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমানের কটূক্তির প্রতিবাদে সিলেটে আলেম-সমাজের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ মাগরিব সিলেট মহানগরের জামেয়া শামীমাবাদ-এর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সিলেটের আলেমরা ঝিংগাবাড়ি মাদরাসার অধ্যক্ষ্যের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি তাঁকে অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সভায় আলেমরা বলেন- ঝিংগাবাড়ি মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান কটূক্তি করে বলেছেন যে, ‘হযরত মাদনি রাহ.এর ইন্তেকালের ষোল বছর পর তাঁর সাহেবজাদা হযরত আসআদ মাদানিকে জমিয়তের আমির নির্বাচিত করা করা হয়।’

কিন্তু এ কথা সম্পূর্ণ মিথ্যা। আলেমদের বক্তব্য- মাওলানা হাফিজুর রহমান সারা বিশ্বের মাদানিপ্রেমিকদের হৃদয়ে আঘাত হেনেছেন। অবিলম্বে তাঁকে এ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায় শীর্ষ উলামায়ে কেরামের পরামর্শে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর কওমি মাদরাসা ঐক্য পরিষদের নির্বাহী সদস্য শামীমাবাদ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, উলামা পরিষদের সদস্য মুফতি রশিদ আহমদ মকবুল, কওমি মাদরাসা ঐক্য পরিষদের নির্বাহী সদস্য জামেয়া দারুল হুদার মুহতামিম মুফতি মুজিবুর রহমান, শাহজালাল রাহ. তাওহিদি কাফেলার সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, খাদিমুল কুরআন-এর সহসাধারণ সম্পাদক মুফতি রশিদ আহমদ, উলামা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক দারুস সালাম মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি এবং খাদিমুল কুরআন পরিষদের অর্থসম্পাদক মুফতি মুহাম্মদ কয়েস প্রমুখ।