মোবাইল চোর চক্রের ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে মোবাইল চোর চক্র ধ্বংস করতে কাজ শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে গোয়েন্দা পুলিশ দুটি মার্কেট ও ৩টি বাড়িতে অভিযান চালিয়ে এ চক্রের মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে। জব্দ করেছে ৪ শতাধিক চোরাই মোবাইল ফোন।

এবার গ্রেফতারকৃত ৪ জনকে রিমান্ডে নিয়ে আরও তথ্য জানতে চায় আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী। পরে এ চক্রে জড়িত বাকিদেরও ধরতে অভিযান শুরু করবে পুলিশ।

গত বুধবার দিবাগত (১৮ ডিসেম্বর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) একটি গোয়েন্দা (ডিবি) টিম দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার তানভীর নামক একজনের বাসায় অভিযান চালিয়ে মো. সুজ্জাত (২৭) নামে এক যুবককে আটক করে। 

তিনি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার চাইরগ্রামের সোলেমান মিয়ার ছেলে। তিনি মোমিনখলার তানভীরের বাসায় ভাড়া থাকেন। 

তার ঘর তল্লাশি করে ৩৮টি চোরাই মোবাইল জব্দ করে পুলিশ। 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকার জৈনপুর গ্রামের ডি ব্লকের ৪নং বাসায় অভিযান চালিয়ে মো. আব্দুস শহিদ (৩৫) নামে আরেক যুবককে আটক করে। 

তিনি মৌলভীবাজার সদর থানার ছনকাপন গ্রামের নিল মিয়ার ছেলে। জৈনপুরের ওই বাসায় তিনি ভাড়া থাকেন। তার বসতঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আরও ২৬টি চোরাই মোবাইল জব্দ করে পুলিশ।

আটকের পর এ দুজন জানান- তারা দীর্ঘদিন ধরে একটি চোরচক্রের নিকট হতে চোরাই মোবাইল ও ইলেকট্রনিক পণ্য ক্রয় করে এসবের আইএমইআই (IMEI) নম্বর পরির্বতন করে সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার সিটি হার্ট শপিং সেন্টারের ২য় তলায় অবস্থিত ‘তোহা টেলিকম’ এবং করিম উল্লাহ মার্কেটের ৩য় তলার ‘স্মার্টফোন গ্যালারি’ নামক দোকানে বিক্রয় করছে।

পরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ‘তোহা টেলিকম’ থেকে ২০৪টি চোরাই মোবাইল ফোন জব্দ করে। এসবের  আনুমানিক মূল্য ২৮ লাখ ৩৫ হাজার টাকা। এরপর করিম উল্লাহ মার্কেটের ‘স্মার্টফোন গ্যালারিতে’অভিযান পরিচালনা করে ১৫৪টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।

এসময় ওই দোকানের কর্মচারী ফারুক আহমদকে (৩৪) আটক করে পুলিশ। তিনি কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার পাইকোট গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সিলেট মহানগরের শিবগঞ্জ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন তিনি। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন- গ্রেফতারকৃত মো. আব্দুস শহীদের বিরুদ্ধে এসএমপি’র বিভিন্ন থানায় খুন, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে।

এদিকে, আটক অন্য ৩ জনের বিরুদ্ধে সিলেটের দক্ষিণ সুমরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরে গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) আদালতের নির্দেশে গ্রেফতারকৃত ৪ জনকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

এসএমপি’র উপ-কমিশনার (ডিবি) শাহরিয়ার আলম শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে কওমি কণ্ঠকে জানান- আগামীকাল রবিবার (২১ ডিসেম্বর) ৪ জনকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ। রিমান্ডে নিয়ে তাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করা হবে এবং পরে মোবাইল চোর চক্রের বাকিদের ধরতে পুলিশ অভিযান চালাবে।